রোববার গুলশানে দেখা মিলবে তুর্কি অভিনেতা বুরাকের

তুর্কি অভিনেতা বুরাক ওজিভিটস।

রোববার গুলশানে দেখা মিলবে তুর্কি অভিনেতা বুরাকের

অনলাইন ডেস্ক

ভক্তদের সাথে দেখা করতে ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক ওজিভিটস। শুক্রবার (২৪ মে) ঢাকার মাটিতে পা রাখেন তিনি। বর্তমানে র্যা ডিসন ব্লু হোটেলে অবস্থান করছেন তিনি।

এক ভিডিওতে বুরাক জানান, রোববার (২৬ মে) গুলশান-১ এ অবস্থিত সিঙ্গার-বেকো স্টোরে উপস্থিত থাকবেন তিনি।

সেখানে বাছাইকৃত ভক্তরা তার সাথে দেখা করতে পারবেন।

অভিনেতা হিসেবে বুরাক শুধু তুরস্কেই জনপ্রিয় নন। উসমানীয় সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে নজড় কেড়েছেন তিনি। ঢাকায় রয়েছে তার অনেক ভক্ত।

তার জনপ্রিয়তার কারণে সোশ্যাল মিডিয়ায় বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ তাকে অনুসরণ করেন।

news24bd.tv/ab