গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ নিহত ২৭

গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ নিহত ২৭।

গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ নিহত ২৭

অনলাইন ডেস্ক

ভারতের গুজরাট রাজ্যের রাজকোট শহরের একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি শিশুসহ ২৭ জনের মৃত্যু হয়েছে। হতাহতদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে। সহকারী পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেলের মতে, নিহতদের দেহ পুড়ে ছাই হয়ে যাওয়ায় তাদের পরিচয় নির্ণয় করা সম্ভব হচ্ছে না। গেমিং জোনের মালিকদেরকে আটক করা হয়েছে।

খবর এনডিটিভির।

পশ্চিম রাজকোটের আইনসভা সদস্য দর্শিতা শাহ বলেন, রাজকোটের ইতিহাসে এই প্রথম গেমিং জোনে আগুন লেগে এতগুলো মানুষ মারা গেলো। যতোজনকে পারা যায় উদ্ধার করাই হচ্ছে প্রধান লক্ষ্য। যাদের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, রাজকোটে অগ্নিকাণ্ডের ঘটনায় আমি খুবই মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্থানীয় প্রশাসন সবধরণের সহায়তা করবে।

অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন গুজরাটের মূখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। রোববার (২৬ মে) তার ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক