আইপিএল ফাইনালে রসগোল্লা বনাম বিরিয়ানির লড়াই

আইপিএল ফাইনালে রসগোল্লা বনাম বিরিয়ানির লড়াই

আইপিএলের ফাইনালে আজ রাতে শিরোপা লড়াইয়ের জন্য মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৭তম আইপিএলের শিরোপা কাদের হাতে উঠবে এটিই এখন ক্রিকেটভক্তদের আগ্রহের বিষয়।  

কলকাতা পরিচিত তার বিখ্যাত রসগোল্লার জন্য। ভারতজুড়ে কলকাতার রসগোল্লার খ্যাতি রয়েছে।

অন্যদিকে হায়দ্রাবাদের সুস্বাদু বিরিয়ানির ভারত ছাড়িয়ে বিদেশেও নাম করেছে।

রোববার (২৬ মে) চিপকে লড়বে দুইবারের আইপিএল শিরোপাধারী কলকাতা এবং পাঁচ বছর পর ফাইনালে ওঠা হায়দ্রাবাদ। এর আগে হায়দ্রাবাদ কখনো আইপিএলের শিরোপা জেতেনি। হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স এক বছরে দুটি আইসিসি শিরোপা জিতেছেন।

এবারের আসরে দুর্দান্ত খেলা হায়দ্রাবাদ অভিজ্ঞ কলকাতার বিপক্ষে নিজেদের প্রথম শিরোপা লড়াইয়ের জন্য মাঠে নামবে। অন্যদিকে প্রায় ডমিনেট করেই প্লে অফ পার করে প্রথমেই ফাইনালে নিজেদের জায়গা পাকাপোক্ত করে রাখে কলকাতা।

বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

news24bd.tv/SC