কবর খুঁড়ে কঙ্কাল চুরি

কবর খুঁড়ে কঙ্কাল চুরি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে ৯টি কবর খুরে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার আটপাড়া ইউনিয়নের বেলতলী জান্নাতুন নুর কবরস্থানে রোববার (২৬ মে) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় রওজাতুল কোরআন মাদরাসার শিক্ষক হাফেজ ইসরাফিল প্রতিদিনের মত ফজর নামাজ পড়ে কয়েকজনকে সাথে নিয়ে কবর জিয়ারতে যান।

সেখানে গিয়ে অনেক দুর্গন্ধ পান, এরপর দেখেন ৯ টি কবর খোরা।

এ সংবাদ পেয়ে সকাল ৮ টার দিকে শ্রীনগর থানা ডিএসবি উপ পরিদর্শন শরিফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিকট থেকে তথ্য ও খনন করা কবরগুলো পরিদর্শন করেন।

স্থানীয়দের অভিযোগ, খনন করা কবরগুলো থেকে মৃত ব্যক্তিদের কঙ্কাল এর আংশিক বা সম্পূর্ণ অংশ এক শ্রেণির কবিরাজ জাদু-টোনা, কুফরি করার জন্য চুরি করে নিয়ে গেছে। কবরস্থানে ৬-৭ মাস আগে ক্যান্সারে মৃত্যুবরণকারী মৃত মঞ্জুর (৪০) কবরের কঙ্কালের কোনো অংশ পাওয়া যায়নি।

এ ব্যাপারে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

news24bd.tv/SC

এই রকম আরও টপিক