ঘুমে ডিস্টার্ব করায় বাড়িওয়ালাকে হত্যা করেন মোরশেদ

মো. মোরশেদ

ঘুমে ডিস্টার্ব করায় বাড়িওয়ালাকে হত্যা করেন মোরশেদ

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া এলাকার এক বাড়িওয়ালাকে হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানার চর ভাটিয়ালি গ্রামে। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নাখালপাড়ায় নিহত বাড়িওয়ালা রনির বাসায় ভাড়া থাকতেন।

মোরশেদকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, রনি ও তার বন্ধুদের যন্ত্রণায় ঘুমাতে না পেরে মোরশেদ রনিকে ছুরিকাঘাতে হত্যা করেছে। মোরশেদ তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া শিয়া মাজার এলাকায় রনিদের বাসায় ভাড়া থাকতেন। মোরশেদের ঘরেই বাড়িওয়ালা রনি বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন। তাদের আড্ডার জন্য মোরশেদ ঘুমাতে পারতেন না।

গত ২৪ মে রাতে রনি ও তার বন্ধুদের ওপর ক্ষিপ্ত হন মোরশেদ। এরপর তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে মোরশেদ ছুরি দিয়ে রনিকে এলোপাতাড়ি কোপান।  

গুরুতর আহতাবস্থায় রনি ও তার এক বন্ধুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।  

ঘটনার পরপরই জামালপুর পালিয়ে যান মোরশেদ। পরে পুলিশ শনিবার তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মোরশেদকে আজ আদালতে পাঠানো হয়েছে।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক