তলিয়ে গেছে সাতক্ষীরার জেলেপল্লি

তলিয়ে রয়েছে একটি এলাকা

তলিয়ে গেছে সাতক্ষীরার জেলেপল্লি

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ উপকূলে আঘাত হেনেছে। ইতোমধ্যে জোয়ারের পানিতে সুন্দরবনসহ উপকূলীয় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে সাতক্ষীরার শ্যামনগরের ১৩টি বসতবাড়ি।  

রোববার (২৬ মে) বিকেলে স্বাভাবিকের তুলনায় পানির উচ্চতা বৃদ্ধি হলে উপজেলার কলবাড়ি জেলেপাড়া তলিয়ে যায় বলে গণমাধ্যমকে জানান স্থানীয় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।

ইউপি চেয়ারম্যান বলেন, বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে সহায় সম্বল হারিয়ে কলবাড়ি চুনা নদীর চরে ওই পরিবারগুলো বহু বছর ধরে বসবাস করে আসছেন। রোববার বিকেলে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেলে তাদের বসতবাড়ি তলিয়ে যায়। তবে এ ঘটনায় জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও বলেন, বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকার সকল বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিতে এখনো কাজ চলছে।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক