রিমালে ৮-১০ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

সংগৃহীত ছবি

রিমালে ৮-১০ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রিমাল’। রিমালের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ৮ থেকে ১০ ফুর জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (২৬ মে) সন্ধ্যা ৬টার পর থেকে ঘূর্ণিঝড়ের অগ্রভাগটি উপকূল এলাকা অতিক্রম করতে শুরু করেছে। রিমালের তাণ্ডব শুরুর আগ থেকেই উপকূলবর্তী বিভিন্ন এলাকায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাস দেখা গেছে।

আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান ড. শামীম হাসান ভূঁইয়া জানান, ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা/ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

news24bd.tv/FA