শক্তি কমছে ঘূর্ণিঝড় রিমালের, বড় ক্ষতির আশঙ্কা নেই

ছবি: উইন্ডি ডট কম

শক্তি কমছে ঘূর্ণিঝড় রিমালের, বড় ক্ষতির আশঙ্কা নেই

নিজস্ব প্রতিবেদক

ধীরে ধীরে শক্তি কমছে ঘূর্ণিঝড় রিমালের। রাত ১২টা পর্যন্ত ঘূর্ণিঝড় রিমাল ১৬ থেকে ১৮ কিলোমিটার বেগে এগিয়ে চলছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ঘূর্ণিঝড়ের মূল অংশ বাংলাদেশের উপকূল পুরোপুরি অতিক্রম করতে আরও ৫ থেকে ৬ ঘণ্টা লাগবে। এ সময় বাতাসের গতিবেগ কিছুটা বাড়তে পারে।

তিনি জানান, ঘূর্ণিঝড় রিমালে বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই। রাত ৯টায়  এটি মোংলা এলাকা অতিক্রম করেছে। তবে যেসব এলাকায় মহা বিপদ ও বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে তা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

এই আবহাওয়াবিদ আরও জানান, রিমালের তাণ্ডবের ফলে ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

অতিক্রমকালে কোন কোন জায়গায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বাতাসের গতিবেগ হতে পারে। আগামীকাল উপকূলীয় এলাকাসহ সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক