ঘূর্ণিঝড় রিমাল দেখতে সপরিবারে সৈকতে

ঘূর্ণিঝড় রিমাল দেখতে সপরিবারে সৈকতে

কক্সবাজার প্রতিনিধি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাব এখনও শেষ হয়নি। তবে এর মাঝেই দ্বিতীয় দিনের মতো কক্সবাজারের সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। তবে সতর্কতা মেনেই তারা সৈকতে এসেছেন বলে দাবি তাদের।

সৈকতে ঘুরতে আসা এমন একজন জানান, 'বিক্রমপুর থেকে এসেছি ঘুরতে।

অনেকদিন আগে টিকিট কাটা ছিলো তাই না এসে পারলাম না। '

শিশুসহ ঘুরতে আসা আরেকজন জানালেন, 'বাচ্চার শখ পূরণ করতে পরিবারসহ এসেছি। তবে আমরা সমুদ্রের পাশেই দাঁড়িয়ে আছি। ভয় লাগছে না এত।

আমরা তো সমুদ্র থেকে দূরেই আছি। '

এদিকে ঘূর্ণিঝড় রিমাল শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন যশোর-মোংলায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় ৩ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক