ইলন মাস্ককে বেশি পারিশ্রমিক না দেওয়ার পরামর্শ

ইলন মাস্ক

ইলন মাস্ককে বেশি পারিশ্রমিক না দেওয়ার পরামর্শ

ইলন মাস্ক ৫৬ বিলিয়ন বা ৫ হাজার ৬০০ কোটি বার্ষিক পারিশ্রমিক পান।  কিন্তু প্যাকেজ শেয়ারহোল্ডারদের অনুমোদন না করার আহ্বান জানিয়েছে প্রক্সি পরামর্শক সংস্থা গ্লাস লুইস।  
রয়টার্স জানিয়েছে,এই প্যাকেজ টেসলার পরিচালনা পর্ষদ প্রস্তাব করেছে, যদিও মাস্কের সঙ্গে সখ্যের কারণে এই পর্ষদ প্রায়ই বড় ধরনের সমালোচনার মুখে পড়ে। এই পারিশ্রমিকের প্যাকেজে বেতন ও বোনাস নেই; বরং টেসলার বাজার মূলধনের ভিত্তিতে এই প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

টেসলার বাজার মূল্য ৬৫০ বিলিয়ন বা ৬৫ হাজার কোটি ডলার পর্যন্ত উঠেছিল; বর্তমানে যা ৫৭১ দশমিক ৬ বিলিয়ন বা ৫৭ হাজার ১৬০ কোটি ডলারে নেমে এসেছে।
 গ্লাস লুইস কয়েকটি কারণে এই প্যাকেজ বাতিলের আহ্বান জানিয়েছে। যেমন তারা বলছে, এই পারিশ্রমিক প্যাকেজ অনুমোদিত হলে কোম্পানির মালিকানা কাঠামোয় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা আরও বলেছে, ইলন মাস্ক এমন প্রকল্পে যুক্ত আছেন, যেখানে তাঁকে অনেক বেশি সময় দিতে হয়।
এ ছাড়া টুইটারের প্রসঙ্গও এনেছে এই পরামর্শক সংস্থা।
চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ডেলাওয়ারের এক আদালত এই পারিশ্রমিক অতিরিক্ত বলে খারিজ করে দেন। খবর , বিডিটেক

news24bd.tv/ডিডি

এই রকম আরও টপিক