অবৈধতা ও দুর্নীতিকে উৎসাহিত করছে সরকার: টিআইবি

ফাইল ছবি

অবৈধতা ও দুর্নীতিকে উৎসাহিত করছে সরকার: টিআইবি

নিজস্ব প্রতিবেদক

উপজেলা নির্বাচনে দলীয় ও রাজনৈতিক আদর্শের উপস্থিতি নেই বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জানিয়েছে, তৃতীয় ধাপে প্রার্থীদের প্রায় ৯৭ শতাংশ পুরুষ যার মধ্যে ৬৬ শতাংশ ব্যবসায়ী।

সোমবার (২৭ মে) এক সভায় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এসব জানান। তিনি বলেন, অবৈধতাকে ও দুর্নীতিকে সরকার উৎসাহিত করছে।

কারণ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার মাধ্যমে সরকার দুর্নীতিবাজদের উৎসাহিত করছে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, নির্বাচন পাতানো প্রতিযোগিতার খেলা এখন। জনস্বার্থ নয় ব্যক্তিগত স্বার্থ আদায়ে রাজনীতি করছেন রাজনীতিবিদরা। যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন ১৬ শতাংশের নামে বর্তমানে কোন না কোন মামলা আছে।

এক একজন প্রার্থীর নামে সর্বোচ্চ ২৭টি মামলা রয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক