ঝড়ের মধ্যে যশোরে সড়কে ঝরলো ৩ প্রাণ 

সড়ক দুর্ঘটনা

ঝড়ের মধ্যে যশোরে সড়কে ঝরলো ৩ প্রাণ 

যশোর প্রতিনিধি 

যশোরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে একই সড়কে আলাদা দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। সোমবার (২৭ মে) সকাল ৮টা ও সাড়ে আটটায় যথাক্রমে যশোর-নড়াইল সড়কের ভায়না তারাগঞ্জ ও ঝুমঝুমপুরে এ দুর্ঘটনা ঘটে।  

নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের এসআই মনিরুল ইসলাম ও স্থানীয়রা জানান, রাঙামাটি থেকে সাতক্ষীরাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস যশোর সদরের ভায়না তারাগঞ্জে একটি ট্রাককে পাস কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাসের সুপারভাইজার ও হাসেম আলী (৪০) নামে এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

হাসেম সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের মৃত আসান আলী মণ্ডলের ছেলে।

এ ঘটনায় দুজন যাত্রী আহত হয়েছেন। তারা হলেন সাতক্ষীরার দেবহাটা উপজেলার নোড়াচক গ্রামের প্রদীপ কুমার (৫০) ও কালীগঞ্জ উপজেলার কাজলা গ্রামের ওমর ফারুক (৩১)।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, রাঙামাটির এক ইট ভাটার ২০-২৫ জন শ্রমিক বাসটি ভাড়া নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন।

 

অপর দুর্ঘটনায় যশোর সদরের ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের সামনে কভার্ডভ্যানের চাপায় প্রফুল্ল সাহা (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন দে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত তিন জনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক