চলন্ত প্রাইভেটকারের ওপর ভেঙে পড়ল গাছ

চলন্ত প্রাইভেটকারের ওপর ভেঙে পড়ল গাছ

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। আজ সোমবার দুপুর ১২টার পর রাধানীর উত্তরার জসিমউদ্দীন রোড এলাকায় গাছটি ভেঙে সড়কে চলন্ত প্রাইভেটকার ওপরে পড়ে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দপ্তরের লিডার জীবন মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে গাছটি অপসারণ করেন এবং রাস্তা পরিষ্কার করেন।

দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস জানায়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়ো হাওয়ায় রাজধানীর মিরপুর, উত্তরা, কুর্মিটোলা, বারিধারা, মোহাম্মদপুর ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছ উপড়ে পড়া এবং কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পড়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

ভেঙে পড়া সেসব গাছ ও ডাল অপসারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে বলে জানায় সংস্থাটি।

এদিকে বিকেল ৩টার পর থেকে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রভাগ ঢাকা অতিক্রম শুরু করেছে।

এর প্রভাবে রাজধানীতে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

news24bd.tv/তৌহিদ