নির্বাচন করবেনই ঋষি সুনাক, সরে দাঁড়ালেন ৭৮ এমপি

ঋষি সুনাক

নির্বাচন করবেনই ঋষি সুনাক, সরে দাঁড়ালেন ৭৮ এমপি

অনলাইন ডেস্ক

আগামী ৪ জুলাই ব্রিটেনে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সুনাক অঙ্গীকার করেছেন, তিনি ফের ক্ষমতায় এলে বয়স ১৮ বছর হলেই সরকারি চাকরির ব্যবস্থা করবেন। এছাড়া জনগণের জন্যে আরও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করবেন। কিন্তু তার দলেরই ভেতরে চলছে অসন্তোষ।

নির্বাচনের আগেই তার দলের ৭৮ এমপি পদত্যাগ করেছেন। পদত্যাগীদের মধ্যে ক্যাবিনেট মন্ত্রীরাও রয়েছেন। একের পর এক এমপি জানিয়ে দিয়েছেন, আসন্ন নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি নন।  এর ফলে বড় ধরনের সংকটে পড়েছেন ঋষি সুনাক।
খবর রয়টার্সের।
সুনাকের কনজারভেটিভ পার্টির মধ্যেই দাবি উঠছিল , নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। কারণ, গত কয়েক মাসে কনজারভেটিভ পার্টির প্রতি ব্রিটেনের সাধারণ মানুষের আস্থা কমেছে। কিন্তু সুনাক নির্বাচন পেছাতে রাজি নন। অথচ, একের পর এক সমীক্ষায় দেখা যাচ্ছে, ব্রিটিশ রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ ফল করতে পারে কনজারভেটিভ পার্টি। সুনাকের জনপ্রিয়তা তলানিতে।  
কিন্তু দলের মতামতকে কার্যত উড়িয়ে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী সুনাক।  
তিনি জানিয়ে দেন, আগামী ৪ জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচন।  উল্লেখ্য, ২০২২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।  

news24bd.tv/ডিডি