বিদ্যুৎহীন বরিশাল, দ্বিগুণ দামে মোমবাতি বিক্রি

বিদ্যুৎহীন বরিশাল, দ্বিগুণ দামে মোমবাতি বিক্রি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের বহু এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বরিশালে টানা ১৭ ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় গতকাল সোমবার (২৭ মে) সন্ধ্যা হয়ে যাওয়ায় বিকল্প আলো হিসেবে মোমবাতির ব্যবস্থা করে মানুষ। কিন্তু সেখানেও নেই স্বস্তি।

বিকল্প আলোর ব্যবস্থা করতে গিয়ে বাড়তি অর্থ গুনতে হচ্ছে তাদের।

বিদ্যুৎ না আসায় সন্ধ্যার আগে দোকানে মোমবাতি কিনতে গিয়ে সবাই দেখেন ৫ টাকার মোমবাতি ১০ টাকায় আর ১০ টাকার মোমবাতি ২০ টাকায় বিক্রি করছেন দোকানিরা। আর সেই মোমবাতি কিনতেও দোকানে ক্রেতাদের ভিড়।

স্থানীয় একজন জানান, বিদ্যুতের অভাবে সকাল থেকে বিশুদ্ধ পানির সংকটে রয়েছে নগরবাসী। তারপর মোবাইল নেটওয়ার্ক নেই।

মোবাইল ও আইপিএস থেকে শুরু করে কোনো কিছুতেই চার্জ নেই। ফলে কারও সাথে যোগাযোগও করতে পারছেন না।

যাদের জেনারেটর আছে তারাও তো একসাথে দীর্ঘসময় জেনারেটর চালাতে পারছেন না জানিয়ে স্কুল শিক্ষক পপি আক্তার বলেন, গত রাত ২টা ১০ মিনিট থেকে আলেকান্দা এলাকায় বিদ্যুৎ নেই। দীর্ঘ সময় জেনারেটর চালিয়ে এখন সেটাও বন্ধ রাখতে হচ্ছে।

উল্লেখ্য, প্রতিনিধিদের তথ্যানুসারে ঘূর্ণিঝড় রিমালে মৃত্যুবরণ করেছে ১৩ জন। বরিশালে তিন, ভোলায় তিন, পটুয়াখালীতে তিন এবং চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা ও লক্ষ্মীপুরে একজন করে। যদিও সরকারিভাবে গতকাল বিকালে জানানো হয়েছে ১০ জনের মৃত্যুর কথা।

news24bd.tv/SC