আজ বিকেলের পর বাংলাদেশ ছাড়বে রিমাল: আবহাওয়াবিদ

আজ বিকেলের পর বাংলাদেশ ছাড়বে রিমাল: আবহাওয়াবিদ

অনলাইন ডেস্ক

দেশের উপকূলে আঘাত হানার একদিন পরেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কাটেনি। বর্তমানে সিলেট বিভাগে অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমাল। সেটি এখন স্থল নিম্ন চাপের রূপ নিয়ে অবস্থান করছে।

বৃষ্টি হওয়ার কারণে ঝড়ের গতিবেগ দুর্বল হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবদুর রহমান খান।

তিনি আরও বলেন, ভারতের আসামের দিকে গিয়ে এটি শক্তিহীন হয়ে পড়বে। সমুদ্র উপকূলগুলো উত্তাল থাকায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সিলেট, ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হলেও ঢাকায় আপাতত সেই সম্ভাবনা নেই। সবশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

চাঁদপুরে সর্বোচ্চ ২৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আঘাত হানায় সময়, স্থায়ীত্ব, শক্তি এবং গতিবেগ বিবেচনায় রিমাল ছিলো আইলার কাছাকাছি। ঢাকায় ২২৪ মি.মি বৃষ্টি কোনো রেকর্ড করা হয়। বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এই মূহুর্তে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। এর পাশাপাশি আপাতত বড় কোনো ঝড়ের সম্ভাবনাও নেই।

আজ মঙ্গলবার (২৮ মে) বিকেলের দিকে বাংলাদেশ ভূখণ্ড থেকে চলে যাবে রিমাল। এরপর ঢাকায় উঠতে পারে রোদ।

আরও পড়ুন:  ঘূর্ণিঝড় রিমাল এখন কোথায়?

আবহাওয়াবিদ জানান, এবার বর্ষা ঠিক সময়ে আসার প্রবল সম্ভাবনা আছে কারণ উত্তর বঙ্গোপসাগরে বর্ষার প্রভাব চলে এসেছে। মাঝারি গতির ঘূর্ণিঝড় হওয়ায় লম্বা সময় জুড়ে স্থায়ীত্ব ছিলো রিমাল।

news24bd.tv/SC