চুরির চেষ্টায় বাধা, মার্কিন অভিনেতাকে গুলি করে হত্যা

চুরির চেষ্টায় বাধা, মার্কিন অভিনেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

চুরির চেষ্টায় বাধা দেওয়ায় বিখ্যাত মার্কিন অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার লস অ্যাঞ্জেলসে জনিকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়। ৩৭ বছর বয়সী অভিনেতাকে ঘটনার পরই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে।

জনির এজেন্ট ডেভিড শউল অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুধু একজন প্রতিভাবান অভিনেতাই নন, তিনি তাঁর নৈপুণ্যেতার প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ। তবে তাঁকে যারা চিনতেন তাদের প্রত্যেকের কাছে এ মৃত্যু যন্ত্রণার। কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং কখনও হাল না ছাড়ার মনোভাবের জন্য তিনি পরিচিত।

রিপোর্ট অনুযায়ী, বিখ্যাত অভিনেতা জনি ওয়াক্টরকে চুরির চেষ্টায় খুন করা হয়েছে বলে অভিযোগ।

তাঁর হত্যার বিষয়ে জনির মায়ের বক্তব্যও প্রকাশ্যে এসেছে। অভিনেতার মা স্কারলেট টিএমজেডকে জানিয়েছেন, শনিবার ভোর ৩ টায়  কয়েকজন চোর আক্রমণ করে জনিকে। তারা অভিনেতার পার্কিং করা গাড়ি থেকে যন্ত্রাংশ খুলে নেয়ার চেষ্টা করছিলেন, সেইসময়ই বাধা দিলে হাতাহাতি হয় তাদের মধ্যে। পরে জনিকে গুলি করে হত্যা করা হয়। এদিকে অভিনেতার মৃত্যুতে ভক্তেরাও শোকাহত।  

news24bd.tv/TR