অবৈধ বিদেশিদের বিষয়ে প্রতিবেদন দেয়ার নির্দেশ হাইকোর্টের

অবৈধ বিদেশিদের বিষয়ে প্রতিবেদন দেয়ার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

দেশে কতসংখ্যক বিদেশি বৈধ কিংবা অবৈধভাবে কাজ করছে তা তদন্ত করে প্রতিবেদন দিতে আইজিপিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে না পারা কেন অবৈধ নয় এ মর্মে রুলও জারি করা হয়েছে আদালত।

মঙ্গলবার সকালে এ সংক্রান্ত একটি রিটের শুনানি শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন।

রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসাইন জানান, বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার রিপোর্ট অনুযায়ী দেশে দশ লাখেরও বেশি বিদেশি কাজ করে যার বেশিরভাগই অবৈধ।

অথচ দেশের লাখো উচ্চশিক্ষিত তরুণ বেকার। এজন্য অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চেয়ে রিট দায়ের করেন তারা।

রিটে উল্লেখ করা হয়, দেশে ১৬৯টি দেশের নাগরিককরা কাজ করছে। এর মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফ্রিকার নাগরিকরাই বেশি অবৈধ।

নানা অপরাধেও জড়িয়ে পড়ছে এরা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক