দিনাজপুরে ৩ উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ

দিনাজপুরে ৩ উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে দিনাজপুর জেলার সদর, চিরিরবন্দর ও খানসামা মোট তিনটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে ৩টি উপজেলায় প্রিজাইডিং কর্মকর্তাদের নিকট নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

নিজ নিজ উপজেলা পরিষদ থেকে এইসব নির্বাচনী সরঞ্জাম তুলে দেন প্রতিটি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা। তবে ব্যালট পেপার ভোটগ্রহণের দিন সকালে কেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোটগ্রহনের জন্য জেলায় ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, আনসার মোতায়েন থাকবে। এছাড়াও যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোষাকে সকল কেন্দ্রসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

তিনটি উপজেলায় মোট ২৯৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৯৪ হাজার ১০৮ জন এবং ৩টি পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

news24bd.tv/SC