গাজীপুরের সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত পাঁচ

গাজীপুরের সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, আহত পাঁচ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে মীর আলম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার (২৮ মে) সকালে কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চাপাইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে মির্জাপুর উপজেলার আজগানা এলাকা থেকে একটি অটোরিক্সা পাঁচ যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দেয়। চাপাইর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান একই পাশে থাকা অটরিক্সাকে ওভারটেক করার সময়, আজগানা থেকে ছেড়ে আসা অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিক্সাটি যাত্রীসহ দুমরে মুচড়ে কাভার্ডভ্যানের নিচে চলে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টা চেষ্টার পর অটোরিক্সা কেটে যাত্রীদের বের করেন।

ঘটনাস্থলেই মীর আলম নামে এক শ্রমিক নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ জানায় যাত্রীরা সবাই উপজেলা বোর্ডঘর এলাকায় জিএমএস কারখানার শ্রমিক।

news24bd.tv/SC