৫৬ শতাংশ মার্কিনি মনে করেন ট্রাম্প ‘অপরাধী’

অধিকাংশ আমেরিকান নাগরিক মনে করেন ট্রাম্প আসলেই অপরাধ করেছেন।

সিবিএসের জনমত জরিপ

৫৬ শতাংশ মার্কিনি মনে করেন ট্রাম্প ‘অপরাধী’

অনলাইন ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিউ ইয়র্ক শহরের মামলার বিচারকাজ প্রায় শেষের দিকে। এমন মুহূর্তে অধিকাংশ আমেরিকান নাগরিক মনে করেন তিনি আসলেই অপরাধ করেছেন। তবে মামলার রায়ে তাকে কি শাস্তি দেয়া হবে সে বিষয়ে মার্কিনিরা দ্বিধায় রয়েছেন। মার্কিন গণমাধ্যম সিবিএসের এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে।

নিউ ইয়র্ক শহরের মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপ এবং পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে চুপ করানোর জন্য উৎকোচ প্রদানের অভিযোগ করা হয়েছে। সিবিএসের জনমত জরিপ অনুযায়ী, ৫৬ শতাংশ মার্কিনি মনে করেন ট্রাম্প আসলেই এসব অপরাধ করেছেন।

তবে, জনমত জরিপের মতামত পুরোপুরি পক্ষপাতমূলক। প্রায় সকল ডেমোক্র্যাট মনে করেন ট্রাম্প অপরাধ করেছেন, আবার ১০ জন রিপাবলিকানের মধ্যে ৮ জনই মনে করেন ট্রাম্প নির্দোষ।

মতামতের দিক দিয়ে রিপাবলিকানরা দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন, যেখানে চারজন ডেমোক্র্যাটের মধ্যে তিনজনই মনে করেন ট্রাম্প অপরাধী, কেবল অর্ধেক রিপাবলিকান মনে করেন তিনি নির্দোষ।

তবে, কেউই সঠিকভাবে বলতে পারেননি মামলায় রায়ে ট্রাম্পকে কি শাস্তি দেয়া হবে। যারা মনে করেন ট্রাম্প অপরাধী, তাদের কথা হচ্ছে ট্রাম্পকে শাস্তি দেয়া হবে। উল্টো কথা ট্রাম্পকে নির্দোষ মনে করা ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে জনমত জরিপে অংশগ্রহণকারীদের তিনভাগের একভাগ মনে করেন তাদের ধারণার উল্টোটি ঘটবে ট্রাম্পের ক্ষেত্রে।

আমেরিকানদের চারভাগের তিনভাগ জানিয়েছেন তারা ট্রাম্পের বিচার নিয়ে কিছু না কিছু পড়েছেন। যারা বলেছেন যে তারা ট্রাম্পের বিচার নিয়ে অনেককিছু পড়েছেন তারা তাদের মতামতের ক্ষেত্রে অধিক পক্ষপাতিত্ব দেখিয়েছেন।

এতে করে ট্রাম্পের মামলার রায় নিয়ে জনগণের মাঝে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

news24bd.tv/ab