'বলিউড ও আন্তর্জাতিক সিনেমার মধ্যে সেতু হতে চাই'

'বলিউড ও আন্তর্জাতিক সিনেমার মধ্যে সেতু হতে চাই'

অনলাইন ডেস্ক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুন। আগামী ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা  'পুষ্পা ২: দ্য রুল'। সিনেমা মুক্তির আগেই আলোচনায় এই অভিনেতা। বলিউড ও বিশ্ব সিনেমার মধ্যে যে ফাঁক রয়েছে, তা ঘুচিয়ে ফেলতে চান তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “বলিউড ও বিশ্ব সিনেমার সংযোগের মাধ্যম হতে চাই। সে ক্ষেত্রে এই দুইয়ের মধ্যে আমি সেতু হতে পারি। ”

মূলত সিনেমাকে তিনি ভাষাগত ও আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না। তাঁর মতে, বলিউডের অন্দরে ইতিমধ্যেই নবজাগরণ শুরু হয়েছে।

তারই ‘সম্মুখ সারিতে’ থাকতে চান আল্লু। সিনেমার প্রতি আল্লুর অনুরাগ ও তাঁর জনপ্রিয়তা ভৌগোলিক সীমা অতিক্রম করেছে। শুধু বক্স অফিসে সাফল্যের নিরিখে নয়, সিনেমার প্রতি তাঁর দর্শন, তাঁকে এই ধরনের কাজের জন্য উৎসাহিত করে তোলে।  

অভিনেতা মনে করেন, অভিনব ‘সিনেম্যাটিক’ অভিজ্ঞতা দিতে পারলেই আন্তর্জাতিক সিনেমার সঙ্গে মেলবন্ধন ঘটানো সম্ভব।

news24bd.tv/TR   

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর