ডিএনএ স্যাম্পল দিতে কলকাতা যেতে চান এমপি আনারের মেয়ে

এমপি আনার ও তার মেয়ে ডরিন

ডিএনএ স্যাম্পল দিতে কলকাতা যেতে চান এমপি আনারের মেয়ে

অনলাইন ডেস্ক

ভারতে বাংলাদেশের গোয়েন্দা দলের প্রতিনিধি উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ দাবি করেছেন, কলকাতার সঞ্জীবা গার্ডেনসের ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। তবে তা এমটি আনোয়ারুল আনারের মরদেহের খণ্ডাংশ কি না- সেটা নিশ্চিত হতে পারিনি ডিবি।

সেপটিক ট্যাংক থেকে উদ্ধারকৃত মরদেহর খণ্ডাংশ এমপি আনারের কি না, তা প্রমাণে ডিএনএ পরীক্ষার স্যাম্পল দিতে কলকাতায় যেতে প্রস্তুত তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি বলেন, ‘পুলিশ ডাকলে সেখানে যাব।

’ 

সংবাদ মাধ্যমকে ডরিন বলেন, ‘আমার ভারতীয় ভিসা হয়েছে। কলকাতা পুলিশ ডাকলে ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে যাব। আমি আমার বাবা হত্যার বিচার চাই। ’

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, ফরেনসিক টেস্ট ছাড়া এটা বলা যাবে না যে উদ্ধার মরদেহের খণ্ডাংশ এমপি আনারের।

এর আগে মঙ্গলবার বিকেলে কলকাতা পুলিশ ভবনটির স্যুয়ারেজ লাইনের পাইপ ও সেপটিক ট্যাংকে মরদেহের খণ্ডাংশের খোঁজে অভিযান চালায়।
news24bd.tv/আইএএম