দেশে ফিরলেন এভারেস্টজয়ী বাবর আলী

এভারেস্ট জয়ী বাবর আলী

দেশে ফিরলেন এভারেস্টজয়ী বাবর আলী

অনলাইন ডেস্ক

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ী ডা. বাবর আলী দেশে ফিরেছেন। মঙ্গলকার রাত ৯টায় নেপাল থেকে ঢাকা হয়ে চট্টগ্রামে ফেরেন। পরে বাবর সাংবাদিকদের সঙ্গে এভারেস্ট জয়ের অভিজ্ঞতা শেয়ার করবেন। আগামী ২ জুন সাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁর পর্বত জয় উদযাপন করা হবে।

চট্টগ্রামের সন্তান ডা. বাবর আলী ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন ১৯ মে। এক দিন পর ২১ মে তিনি বিশ্বের চতুর্থ উচ্চতম স্থান লোৎসে পর্বতের শিখরে আরোহণ করে রেকর্ড গড়েন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করা বাবর আলী পেশা হিসেবে ডাক্তারি বেছে নেননি। চাকরি ছেড়ে দেশ-বিদেশে ঘোরা শুরু করেন তিনি।

বাবর আলীর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা ছিল বিকেল ৫টায়। নেপালের কাঠমাণ্ডু থেকে দুপুর ১২টার ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল তাঁর। ফ্লাইটটি তিন ঘণ্টা বিলম্বে ছাড়ায় ঢাকায় পৌঁছতেও দেরি হয়।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক