চুয়াডাঙ্গার সীমান্তে বোমা বিস্ফোরণ, আহত ১

চুয়াডাঙ্গার সীমান্তে বোমা বিস্ফোরণ, আহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বোমা বিস্ফোরণে নবিউল ইসলাম নবীন নামে একজন জখম হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৯ মে) রাত ১০টার দিকে শরীরে অসংখ্য বোমার স্প্রিন্টার নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন তিনি।

এর আগে, রাত ৯টার দিকে সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের নদীর ধারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত নবিউল ইসলাম নবীন (৩৮) একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

এ বিষয়ে দর্শনা থানার এস আই টিপু সুলতান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল ভারত সীমান্তবর্তি এলাকা। এলাকার কেউ মুখ খুলছে না। আহত নবিউলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোমার স্প্রিন্টার নিয়ে হাসতপাতালে ভর্তি নবিউল ইসলামের সঙ্গে কথা বলেছেন দামুড়হুদা থানার এস আই মোহাম্মদ তারেক। তিনি বলেন, ‘সীমান্ত এলাকায় কেউ তাকে লক্ষ্য করে বোমা কিংবা শর্টগানের ছড়রা গুলি ছুড়তে পারে। নবিউল নিজেও কিছু বুঝতে পারেনি বলে পুলিশকে জানিয়েছে। ’

নবিউল জানিয়েছে, হঠাৎ বিকট শব্দ শোনা যায়। তারপরই সে মাটিতে পড়ে যায়। শব্দ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসে।

তার শরীরে অন্তত পঞ্চাশটির মতো বোমার স্প্রিন্টার কিংবা শর্টগানের ছড়ড়া গুলির ক্ষত পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে পুলিশি নজরদারিতে রাখা হয়েছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহত নবিউল বলেন, প্রচণ্ড গরমে নদীর ধারে হাটাহাটি করছিলাম। এসময় হোঁচট খেয়ে পড়ে যাই। পরে বিকট শব্দ শুনতে পাই। এরপর কিছু বুঝে ওঠার আগেই চারপাশ ধোয়ায় অন্ধকার হয়ে যায়।

পরিচয় প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বলেন, নবিউল সীমান্তে মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদক ব্যবসায়ীরা নিজেদের কাছে বোমা রাখে। ধারণা করা হচ্ছে, নিজেদের কিংবা প্রতিপক্ষের বোমায় আহত হয়েছে নবিউল।

এ ব্যাপারে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি এখনো স্পষ্ট নয়। খোঁজখবর নেয়া হচ্ছে। আহত ব্যক্তিকে পুলিশ প্রহরায় রাখা হয়েছে।

news24bd.tv/SHS