সামাজিক মাধ্যম নিয়ন্ত্রকদের ‘একনায়ক’ আখ্যা নোবেলজয়ী লেখিকার

নোবেল শান্তি পুরস্কার জয়ী সাংবাদিক মারিয়া রেসা (সংগৃহীত ছবি)

সামাজিক মাধ্যম নিয়ন্ত্রকদের ‘একনায়ক’ আখ্যা নোবেলজয়ী লেখিকার

অনলাইন ডেস্ক

নোবেল শান্তি পুরস্কার জয়ী সাংবাদিক মারিয়া রেসা সম্প্রতি মার্ক জাকারবার্গ এবং ইলন মাস্কের মতো ‘টেক জায়ান্ট’-দের সবচেয়ে বড় স্বৈরশাসক হিসেবে আখ্যা দিয়েছেন।

মার্কিন-ফিলিপিনো এই লেখিকা ফিলিপাইনের সাবেক স্বৈরশাসক রদ্রিগো দুতের্তের আমলে বহু বাধাবিঘ্ন মোকাবেলা করেছেন।

তারপরও রেসার মতে, ফিলিপাইনের তৎকালীন রাষ্ট্রপতি রদ্রিগো দুতের্ত মার্ক জাকারবার্গের তুলনায় অনেক ছোট স্বৈরশাসক। এসময় তিনি আরেক টেক জায়ান্ট ইলন মাস্ককেও জাকারবার্গের মতো স্বৈরশাসক আখ্যা দেন।

পাউইসের হে সাহিত্য উৎসবে বক্তৃতায় সাংবাদিক এবং নোবেল শান্তি পুরস্কারজয়ী এই লেখিকা এসব কথা বলেন।

রেসার মতে, সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের অনুভূতির বাঁক বদলে দিতে পারে। আর এটা আমাদের দেখা ও কাজের ধরনও বদলে দেয়।

এসময় সন্তানদের পর্যাপ্ত বয়স (বোঝা শোনায় স্বতন্ত্রতা লাভ না করলে) না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা থেকে বিরত রাখার পরামর্শও দিয়েছেন রেসা।

তার মতে এটা আসক্তিকর।

উল্লেখ্য, ফিলিপাইনের দুতের্ত প্রশাসনের সময় দায়ের করা অভিযোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বেশ কয়েক বছর জেলে কাটিয়েছেন মারিয়া রেসা। তাকে মিডিয়ার স্বাধীনতা রক্ষায় অবদান রাখার জন্য ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।

news24bd.tv/SC