রিমালে স্থগিত ২০ উপজেলার ভোট ৯ জুন

রিমালে স্থগিত ২০ উপজেলার ভোট ৯ জুন

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ২২টি উপজেলার মধ্যে ২০ উপজেলার নির্বাচন আগামী ৯ জুন ও বাকী ২টির নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ মে) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম। তিনি জানান, ২২টি উপজেলা পরিষদের মধ্যে ২০টির ভোট হবে ৯ জুন এবং বাকি ২টির ভোট হবে ৫ জুন চতুর্থ ধাপের সঙ্গে।

তিনি জানান, আগামী ৯ জুন বাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দীন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা; রাঙ্গামাটির বাঘাইছড়ি এবং নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে ভোটগ্রহণ হবে।

অন্যদিকে চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ভোট হবে ৫ জুন।

আজ বুধবার সকাল থেকে তৃতীয় ধাপে ৮৭টি উপজেলায় নির্বাচন চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর ১২টা পর্যন্ত ভোটের হার ২০ শতাংশের নিচে।

নেটওয়ার্ক সমস্যার কারণে ম্যানুয়ালি তথ্য নিতে হচ্ছে। বড় ধরনের কোনো সহিংসতা নেই বলেও জানান ইসি সচিব।

news24bd.tv/FA