পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ২৮

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। ছবি: আরব নিউজ

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ২৮

অনলাইন ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার (২৯ মে) ভোরে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের টায়ার ফেটে গেলে বাসটি পাহাড়ী মহাসড়ক থেকে উল্টে খাদে পড়ে যায় এবং হতাহতের এ ঘটনা ঘটে। খবর বার্তাসংস্থা এপির।

স্থানীয় পুলিশ সদস্য আসগর আলি জানিয়েছেন, বাসটি বেলুচিস্তান প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর তুরবাত থেকে প্রদেশের রাজধানী কোয়েটার দিকে যাওয়ার সময় ওয়াশুক শহরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের ছবিতে দেখা গেছে ধ্বংসাবশেষ একটি গিরিখাতের তলদেশে পড়ে গেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সড়ক দুর্ঘটনা পাকিস্তানে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

ট্রাফিক নিয়ম-কানুন না মানা এবং বিশেষ করে উঁচুনিচু পাহাড়ী এলাকায় ক্ষতিগ্রস্থ রাস্তায় চলাফেরা করার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। এই মাসের শুরুতেও এ ধরনের ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং আরো ৩০ জন আহত হয়েছেন।

news24bd.tv/DHL