বায়তুল মোকাররমে ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা সৌদি আরব-২০২৪’ অনুষ্ঠিত

বায়তুল মোকাররমে ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা সৌদি আরব-২০২৪’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা সৌদি আরব-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৭ মে) ও আজ বুধবার (২৯ মে) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দুজন আগামী ৯-২১ আগস্ট সৌদি আরবে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় আংশ নেবেন।

২৭ মে তাজবীদসহ পূর্ণ ৩০ পারার ওপর পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ পরীক্ষায় পাস করেন হাফেজ আনাস বিন আতিক। তিনি সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় অংশ নেবেন। তবে ২৯ মে অনুষ্ঠিত তাজবীদসহ ধারাবাহিক ১৫ পারার ওপর যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেটার ফল এখনো পাওয়া যায়নি। এই পরীক্ষায় যিনি পাস করবেন তিনিও সৌদি আরবে যাবেন।
 

news24bd.tv/আইএএম