গাজার সীমান্তবর্তী এলাকার দখল এখন ইসরায়েলের হাতে

গাজা উপত্যকার সাথে মিশরের সীমান্তের পুরোটাই ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে।

গাজার সীমান্তবর্তী এলাকার দখল এখন ইসরায়েলের হাতে

অনলাইন ডেস্ক

গাজা উপত্যকার সাথে মিশরের সীমান্তের পুরোটাই ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে। এতে করে ফিলিস্তিনের স্থল সীমান্তের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে বুধবার (২৯ মে) দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। খবর রয়টার্সের।

এদিকে, আন্তর্জাতিক বিচার আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাফা শহরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

শহরটিতে ২৩ লাখ গাজাবাসীর অর্ধেকই আশ্রয় নিয়েছে।

টেলিভিশনে প্রচারিত এক ব্রিফিংয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, ইসরায়েল ফিলাডেলফি করিডোর দখলে নিয়ে নিয়েছে। এই সীমান্ত দিয়ে হামাস অস্ত্র চোরাকারবারি করতো।

উল্লেখ্য, গাজার সাথে মিশরের ১৪ কিলোমিটার বিস্তৃত সীমান্তকে ফিলাডেলফি করিডোর বলে থাকে ইসরায়েলি বাহিনী।

এই করিডোর হচ্ছে গাজার একমাত্র স্থল সীমান্ত যেটি ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল না।

এদিকে, রাফা শহরে ট্যাংক ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল। জাতিসংঘের আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মঙ্গলবার (২৮ মে) রাফার কেন্দ্রস্থলে পৌঁছে যায় ইসরায়েলি বাহিনী।

আন্তর্জাতিক বিচার আদালত জানায়, ইসরায়েল কিভাবে রাফা ত্যাগকারীদের নিরাপত্তা দেবে সে ব্যাপারে তারা কিছু জানায়নি। আমরা হামাসকে গত ৭ অক্টোবর জিম্মি করা ইসরায়েলি নাগরিকদের মুক্তি দিতে আহ্বান জানাচ্ছি।

ইসরায়েলি ট্যাংক রাফার কেন্দ্রস্থল হয়ে গাজার সাথে মিশরের সীমান্তে গিয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন রাফার বাসিন্দারা।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক