কৃষিখাতের আধুনিকায়নে নতুন উদ্ভাবন আনতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

ফাইল ছবি

কৃষিখাতের আধুনিকায়নে নতুন উদ্ভাবন আনতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কৃষক ও কৃষিখাতকে আরও আধুনিকায়ন করতে নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসতে হবে। এ কথা জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কোনো কিছু না চাপিয়ে কৃষকদের উপযোগী প্রযুক্তি তৈরি করতে হবে।

রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত স্মার্ট এগ্রিকালচার চ্যালেঞ্জেস ইন ভ্যালু চেইন ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কৃষকের ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ এবং বাজারে অতিরিক্ত দামে পণ্য ক্রয়ের অভিযোগ আছে।

এর মাঝে যারা আছেন তাদের বিষয়টি নিয়ে কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী জানান, কৃষককে উৎপাদনে উৎসাহিত করতে পণ্যের সঠিক দাম দিতে হবে।

সেমিনারে ঢাকা চেম্বার অব কমার্স (ডিসিসিআই) সভাপতি আশরাফ আহমেদ বলেন, সার ও কীটনাশক ভর্তুকি না দিয়ে সেই অর্থ সরাসরি কৃষককে দিলে এটা আইএমএফ প্রশ্ন তুলতে পারবে না।

সেমিনারে অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কৃষিবিদরা বলেন, পণ্য উৎপাদন, বাজারজাত এবং সঠিক দাম পেতে প্রযুক্তিকে কৃষকের আরও কাছে নিয়ে যেতে হবে।

তবে সেই প্রযুক্তি হতে হবে সহজ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক