গোপালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জে সহকারী পরিচালক শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খানম, সহকারী কমিশনার মো. সেবগাতুল্যাহ, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, সঞ্জয় বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার পাশাপাশি ভোক্তারা যাতে প্রতারিত না হয় সেজন্য সকলকে সচেতন থাকার অনুরোধ করেন।

পরে স্কুল শিক্ষার্থীদের মধ্যে এক হাজার ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।  

news24bd.tv/SC