অসামাজিক কার্যকলাপের অভিযোগে ফরিদপুর শহরের নিউমার্কেট সংলগ্ন একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় হোটেল থেকে ১০ জন তরুণী ও ৪ তরুণকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘদিন ধরে ফরিদপুরের বিভিন্ন আবাসিক হোটেল গুলোতে অসামাজিক কর্মকাণ্ড চলছে এমন অভিযোগ ছিল প্রশাসনের কাছে।
আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান।
news24bd.tv/কেআই