এআরবি'র নতুন প্রেসিডেন্ট শামীমা, সেক্রেটারি শরীফুল

এআরবি'র নতুন প্রেসিডেন্ট শামীমা, সেক্রেটারি শরীফুল

বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশ'র (এআরবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা (লাবু)। ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবুল কালাম আজাদ (বিবিসি বাংলা),  এ কে এম শরীফুল ইসলাম (সাদাকালো ডট নিউজ)।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে সংগঠনের ২০২৪-২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার নিউজ ২৪ এর সিনিয়র রিপোর্টার মুরসালিন হক জুনায়েদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভুঁইয়া ও নির্বাচন কমিশনার বাংলা নিউজের বিশেষ প্রতিনিধি শামীম খান।

নির্বাহী কমিটির ১১ টি পদের মধ্যে অন্যরা হলেন জয়েন্ট সেক্রেটারি পদে জাহেদ সেলিম (মাছরাঙা টিভি), অর্গানাইজিং সেক্রেটারি পদে শাহ আলী জয় (নিউজ ২৪ টিভি), ট্রেজারার পদে মাহমুদুল হাসান (ইনডিপেনডেন্ট টিভি), অফিস সেক্রেটারি পদে আশরাফুল ইসলাম রানা (দ্যা বিজনেস পোস্ট), কমিউনিকেশন, ট্রেনিং এন্ড রিসার্চ সেক্রেটারি পদে ফারুক ভুঁইয়া রবীন (সময় টিভি) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্য নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- আরিফুল সাজ্জাত (নিউজ ২৪ টিভি), দেবাশীষ রায় (সময় টিভি) ও মো. মুজাহিরুল হক রুমেন (৭১ টিভি)।

বিদায়ী কমিটির সভাপতি ছিলেন নিউজ ২৪ টেলিভিশনের প্ল্যানিং এডিটর আরিফুল সাজ্জাত, সেক্রেটারি ছিলেন, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বী।

নতুন কমিটির প্রেসিডেন্ট শামীমা সুলতানা তাকে নির্বাচিত করায় সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নত জাতি গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। স্বাস্থ্য, কৃষি কিংবা বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তি নতুন মাত্রা যুক্ত করেছে। বাংলাদেশকে এগিয়ে নিতে দেশি বিদেশি বিজ্ঞান প্রযুক্তি ও পরমাণু খাতের বিশেষজ্ঞদের সাথে নেটওয়ার্ক স্থাপন করবে এই সংগঠন । পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে নিশ্চিতে কাজ করবে এআরবি।

news24bd.tv/FA

সম্পর্কিত খবর