সুন্দরবনের দুয়ার বন্ধ থাকবে তিন মাস

সুন্দরবনের দুয়ার বন্ধ থাকবে তিন মাস

অনলাইন ডেস্ক

টানা তিন মাসের জন্য সুন্দরবনে দর্শনার্থী ও বনজীবী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। শনিবার (১ জুন) থেকে শুরু করে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বনের দুয়ার। সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বন বিভাগ জানায়।

এ ব্যাপারে বন বিভাগ বলছে, জুন থেকে আগস্ট এই তিন মাস সুন্দরবনের নদী-খালের মাছের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়।

এই সময়ে সুন্দরবনের নদী ও খালে থাকা বেশির ভাগ মাছ ডিম ছাড়ে। এ ছাড়া এই সময়ে বন্য প্রাণীদেরও প্রজনন মৌসুম। তাই সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছরের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকত।

পরে ২০২২ সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এ নিষেধাজ্ঞা এক মাস বৃদ্ধি করে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

সেই থেকে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস বনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ রাখা হচ্ছে।

নিষেধাজ্ঞার ব্যাপারে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে গণমাধ্যমকে বলেন, বনের প্রাণ-প্রকৃতি রক্ষায় আইআরএমপির সুপারিশ অনুযায়ী আগামী তিন মাস সুন্দরবনে সকল ধরনের প্রবেশ বন্ধ থাকবে। এই সময়ে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের পাসও বন্ধ থাকবে। কোনোভাবে অবাঞ্ছিত কেউ বনে প্রবেশ করতে পারবে না।

নিষেধাজ্ঞার সময়ে বনে যাতে কোনো প্রকার অন্যায় অপরাধ সংগঠিত হতে না পারে, সে জন্য বন বিভাগ সতর্ক থাকবে বলে জানান তিনি।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক