ফর্মুলা দুধের শুল্ক শূন্য করার দাবি

ল্যাকটোজেন দুধ

ফর্মুলা দুধের শুল্ক শূন্য করার দাবি

অনলাইন ডেস্ক

ফর্মুলা দুধের শুল্ক শূন্য করে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন। দেশীয় দুগ্ধ শিল্পকে বাঁচাতে বাজেটে গুড়া দুধ আমদানিতে শুল্ক বাড়ানোও দাবি জানান তারা। শনিবার (১ জুন) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

নতুন অর্থবছরের বাজেটে বাল্ক ফিল্ড মিল্ক আমদানিতে শুল্ক বাড়ানোর দাবিও করেন তারা।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, ঘূর্ণিঝড় রিমালে ২৫ লাখ গরু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত খামারিদের সহজ শর্তে ও সুদবিহীন কৃষি ঋণ দিতে হবে। এ সময় তাদের ঋণ মওকুফেরও দাবি জানানো হয়।  

সংগঠনের নেতারা বলেন, দেশের চাহিদার চেয়ে এবারও কোরবানির জন্য ২৩ লাখ পশু বেশি আছে।

এরপরও চোরাই পথে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে গরু মহিষ ঢুকছে। চোরাইপথে আসা এসব পশু প্রকাশ্যে বিক্রি হচ্ছে। ফলে লোকসানের শঙ্কায় আছেন দেশীয় খামারিরা।  

তাই সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ করতে প্রশাসনের নজরদারির বাড়ানোর দাবি করেন সংগঠনের নেতারা।

news24bd.tv/আইএএম

সম্পর্কিত খবর