ক্ষমা চাইলে পিটিআইয়ের সঙ্গে কথা বলবেন পাক গভর্নর ফয়সাল 

ক্ষমা চাইলে পিটিআইয়ের সঙ্গে কথা বলবেন পাক গভর্নর ফয়সাল 

অনলাইন ডেস্ক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) যদি অতীতের ভুলের জন্য ক্ষমা চায় তাহলে তাদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দি।

আজ শনিবার লাহোরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পিটিআই অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলে আমরা কথা বলতে প্রস্তুত। দলের সংসদে তার ভূমিকা পালন করা উচিত, গোলমাল করে কিছুই লাভ হবে না।

প্রদেশটির গভর্নরের বিবৃতি এমন সময় আসল যখন পিটিআই ইসলামাবাদে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা করছে।

যাইহোক, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সাথে একটি ‌অর্থপূর্ণ সংলাপের পরে, উভয়পক্ষ তাদের সমস্যা সমাধান করেছে। জনসাধারণের জন্য একসাথে কাজ করতে সম্মত হয়েছে।

তিনি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরকে প্রদেশের উন্নয়ন ও শান্তির জন্য একসঙ্গে বসাতে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান।

গভর্নর ফয়সাল বলেন, আমি কেন্দ্র এবং প্রদেশের মধ্যে একটি সেতুর ভূমিকা পালন করব।

তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে খাইবার পাখতুনখোয়ার সমস্যা নিয়েও কথা বলেছেন বলে জানান।

পাকিস্তানে ৯মে দাঙ্গা সম্পর্কে ফয়সাল বলেন, ৯ মে এর অভিযুক্তদের শাস্তি হওয়া উচিত। ৯ মে ট্রাজেডির মাস্টারমাইন্ডকে আগে বিচারের আওতায় আনা উচিত।

সূত্র- জিও নিউজ।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক