বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার বললেন জাতিসংঘের মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার বললেন জাতিসংঘের মহাসচিব

অনলাইন ডেস্ক

জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশের প্রশংসা করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক শান্তি, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অবদান রাখায় বাংলাদেশকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন তিনি।

নিউ ইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সাথে এক বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান গুতেরেস। পাশাপাশি, তরুণ রোহিঙ্গাদের জোর করে সেনাবাহিনীতে নিয়োজিত করায় মিয়ানমার সরকারের নিন্দাও করেন তিনি।

জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করে গুতেরেস বলেন, নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণে বাংলাদেশের পাশে রয়েছে জাতিসংঘ। সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাওয়ায় বাংলাদেশকে পুরষ্কৃত করা উচিত।

বিপরীতে বৈশ্বিক বিভিন্ন বিষয়ে নেতৃত্ব দেয়ায় গুতেরেসকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘকে অবদান রাখতে অনুরোধ করেন।

পাশাপাশি, গত ৫০ বছর ধরে বাংলাদেশকে সহযোগিতা করায় জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসান।

বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

news24bd.tv/ab