টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে আমন্ত্রণ ভারতের

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে আমন্ত্রণ ভারতের

টি২০ বিশ্বকাপ শুরুর আগের দিনই মুখোমুখি বাংলাদেশ-ভারত। শনিবার (১ জুন) নাসাও কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে ভারত।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত'র দলকে বোলিংয়ের আমন্ত্রণ জানান।  এসময় শান্ত জানান, টসে জিতে তারও বোলিংয়ের পরিকল্পনা ছিলো।

তবে এ ওয়ার্ম আপ ম্যাচে খেলছেন না ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শেখ মাহেদী , তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও তাওহীদ হৃদয়।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, সাঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

উল্লেখ্য, প্রস্তুতি ম্যাচ হওয়ায় সময় পরিবর্তন করে স্কোয়াডের সবাইকেই ব্যাটিং এবং বোলিংয়ে নামাতে পারবে দুই দল।

 

news24bd.tv/SC