বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিলো ভারত

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিলো ভারত

অনলাইন ডেস্ক

টি২০ বিশ্বকাপ শুরুর আগের দিনই প্রস্তুতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। শনিবার (১ জুন) নাসাও কাউন্টি স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে আগে বোলিংয়ে পাঠানো ভারত নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে।

ম্যাচের শুরুতে বেশ নিয়ন্ত্রিত বোলিং করতে থাকে বাংলাদেশ। ম্যাচের মাত্র ১ ওভার ৫ বলে সঞ্জু স্যামসনের উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।

৬ বলে ১ রান করেন স্যামসন। এরপর রোহিত শর্মা ১৯ বলে ২৩ রান করে মাহমুদউল্লাহর শিকার হন।

এরপর যদিও ঋষভ পন্থ এবং সূর্যকুমার যাদব মিলে ভারতের রানের গতি সচল রাখেন। ঋষভ পন্থের ৩২ বলে ৫৩ রান এবং ১৮ বলে ৩১ রান ভারতকে বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকে।

শেষদিকে হার্দিক পান্ডিয়ার ২৩ বলে ৪০ রানের বদৌলতে ১৮২ রানের পুঁজি পায় ভারত।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মাহেদী হাসান, মাহমুদউল্লাহ এবং তানভীর ইসলাম।

news24bd.tv/SC