বাগাতিপাড়ায় কৃষি জমিতে পুকুর খননের দায়ে কারাদণ্ড

বাগাতিপাড়ায় কৃষি জমিতে পুকুর খননের দায়ে কারাদণ্ড

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় কৃষি জমিতে অনুমোদনহীন পুকুর খননের অভিযোগে আরজু আলী (২৯) নামের এক ভেকু মালিককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। দণ্ডদেশ প্রাপ্ত আরজু নাটোর সদরের জংলী গ্রামের আকবর আলীর ছেলে।  

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলার হরিরামপুর এলাকায় কৃষি জমিতে অনুমোদন না নিয়ে তিনটি পুকুর খননের খবর পেয়ে এক অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা।

সেখানে পুকুর খননের কাজে ভেকু ব্যবহার করার দায়ে ভেকু মালিক আরজুকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাত দিনের করাভোগের আদেশ দেন।  

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা সুলতানা বলেন, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।  


NEWS24▐ Kamrul 

সম্পর্কিত খবর