প্রথম দুই ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও কাঙ্ক্ষিত জয়টা পায়নি বিপিএলের রংপুর রাইডার্স। সমীকরণটা এমন ছিলো যে ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচাতে তাই তৃতীয় ম্যাচে জিততেই হতো দলটিকে। গ্লোবাল সুপার লিগে আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ১৫ রানে জিতে সেই স্বপ্ন বাঁচিয়ে রেখেছে রংপুর। আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারালে ফাইনালে উঠেও যেতে পারে রংপুর রাইডার্স। লাহোরকে হারানোর পাশাপাশি রংপুরকে মেলাতে হবে নেট রান রেটের হিসাবও। পাঁচ দলের লিগ পর্বের শেষ ম্যাচ হওয়ায় রংপুরের সেই হিসাব করতে একটু সুবিধাই হবে। লিগ পর্বে আর মাত্র দুটি ম্যাচ বাকি। কোনো দলেরই ফাইনালে ওঠা নিশ্চিত হয়নি, কাগজ-কলমের হিসাবে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে পাঁচটি দলেরই। এদিকে গায়ানাকে হারাতে কামরুল ইসলাম রাব্বি ও...
গায়ানা ওয়ারিয়র্সের বিপক্ষে জিতে ফাইনালের আশা টিকিয়ে রাখলো রংপুর
অনলাইন ডেস্ক
আইরিশদের কাছে টাইগ্রেসদের হার
অনলাইন ডেস্ক
ওয়ানডেতে সফরকারী আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর টি২০ সিরিজও জয় দিয়ে শুরু করতে চেয়েছিলো বাংলাদেশের মেয়েরা। সেটা অবশ্য পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। আয়ারল্যান্ডের দেয়া রেকর্ড ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ১৫৭ রানেই থেমে যায়। এতে ১২ রানের জয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যান আয়ারল্যান্ডের মেয়েরা। শেষদিকে বাংলাদেশকে জিততে ১২ বলে ১৮ রান করতে হতো। হাতে উইকেট ছিলো ৬টি। কিন্তু আয়ারল্যান্ডের পেসার ওরলা প্রেনডার্জেস্টের প্রথম বলেই স্বর্ণা আক্তার বোল্ড হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। নতুন ব্যাটার ঋতু মনি সমীকরণ কমিয়ে নেওয়ার বিপরীতে এমন পরিস্থিতিতে ৩ বলে শূন্য রানে আউট হন। প্রেনডার্জেস্ট পরের দুই বলও ডট দেন। এতে মেডেন ওভার দিয়ে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশের হারও নিশ্চিত করেন তিনি। শেষ ওভারে শুধু ৫ রান নিয়ে পরাজয়ের ব্যবধান ১২ রানে...
এবার টি২০ তে আরেক বিশ্বরেকর্ড
অনলাইন ডেস্ক
প্রতিনিয়ত ক্রিকেটের টি২০ ফরম্যাটে নতুন নতুন বিশ্বরেকর্ড হচ্ছে। এবার আরেক রেকর্ড পূর্ববর্তী সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সিকিম ও বারোদার ম্যাচে ২০ ওভারে ৩৪৯ রান তুলে বারোদা। প্রথম শ্রেণির ক্রিকেটে যা টি২০ ফরম্যাটে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। এর আগে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ৩৪৪ রান, টি২০ এর যেকোনো পর্যায়ে সর্বোচ্চ রানের রেকর্ড। এই বছরের ২৩ অক্টোবর রেকর্ডটি করেছিলো দলটি। এর দিন দশেক আগে বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রান করে ভারত। যেটা ছিল টেস্ট খেলুড়ে দেশগুলোর জন্য সর্বোচ্চ। রেকর্ড ভাঙা গড়ার বছরে এবার হলো আরেক রেকর্ড। ৩৪৯ রানে তুলে টি২০ তে সব রেকর্ডকে ছাড়িয়ে গেলো। সিকিমের বিরুদ্ধে ব্যাট করতে নেমে দুই ওপেনার শ্বাশত রাওয়াত এবং অভিমন্যু সিং রাজপুত প্রথম ৫ ওভারেই তোলেন ৯২ রান। তিনে নামা ভানু পানিয়াই শুরু করেন...
আবারও পেনাল্টি মিস এমবাপ্পের, হারলো রিয়াল
অনলাইন ডেস্ক
পেনাল্টি মিস করে এই ম্যাচেও হতাশ করলেন কিলিয়ান এমবাপ্পে। আথলেতিক বিলবাওয়ের মাঠে বুধবার (৪ ডিসেম্বর) রাতে লা লিগায় ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আলেক্স বেরেনগার গোলে এগিয়ে যায় বিলবাও। যদিও পরে সমতায় ফিরে রিয়াল। পরে রিয়ালকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। কিন্তু ফেদে ভালভার্দের ভুলের মাশুল দিতে হয়েছে শেষদিকে। শেষদিকে গোর্কা গুরুজেটার গোলে জয় নিশ্চিত করে বিলবাও। ম্যাচের শুরুতেই সুযোগ পায় রিয়াল। চতুর্দশ মিনিটে বল জালে পাঠান এমবাপ্পে। অফসাইডের কারণে বাতিল হয় গোল। কিন্তু এর আগে জটলায় পড়ে যান রদ্রিগো। পেনাল্টির আবেদন করে রিয়াল। কিন্তু সেটিও নাকচ করে দেন রেফারি। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পায় তারা। কিন্তু গোলের দেখা মেলেনি। বিরতির পর এগিয়ে যায় বিলবাও। ৫৪তম মিনিটে নিকো উইলিয়ামসের দারুণ ক্রস থেকে গোলটি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত