খুবির ভর্তি পরীক্ষায় মেয়েদের মুখ-কান ঢাকা নিষেধ

খুবির ভর্তি পরীক্ষায় মেয়েদের মুখ-কান ঢাকা নিষেধ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষায় মেয়েদের মুখমণ্ডল ও কান অনাবৃত রেখে অংশ নিতে হবে। বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

১১ নভেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ জাল পরীক্ষার্থী যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে এবং অন্যান্য দিক বিবেচনা করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মুখমণ্ডল ও কান খোলা রাখতে হবে মর্মে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ভর্তি কমিটি।

 এছাড়া ভর্তি পরীক্ষায় কোনো পরীক্ষার্থী মোবাইল ফোন বা কোনো প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবে না বলে জানানো হয়েছে।
মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞায় ভর্তি পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও রয়েছেন।

পরীক্ষার দিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের গল্লামারী ব্রিজ থেকে জিরোপয়েন্ট পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন  জনসংযোগ বিভাগের পরিচালক আতিয়ার।

পরীক্ষার আসন বিন্যাসসহ অন্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওযেবসাইট www.ku.ac.bd এবং kuadmission.online এ পাওয়া যাবে।

সম্পর্কিত খবর