প্রচণ্ড শীতে বিপন্ন পঞ্চগড়ের জনজীবন। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এ বছরে এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ভোরে হালকা কুয়াশা ছিলো। মৃদু বাতাস বইছে। রোদ দেখা গেছে। তবে তাপমাত্রা কমে কনকনে শীতে কাঁপছে উত্তর জনপদের মানুষ। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, পঞ্চগড়ে সকাল ৯টায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা এতটাই কমেছে যে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, জানান জিতেন্দ্র নাথ রায়। news24bd.tv/নাহিদ...
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ৮ এর ঘরে
অনলাইন ডেস্ক
খুলনায় যুবককে কুপিয়ে শরীর থেকে বাম পা বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক, খুলনা:
খুলনায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রেজা শেখ (৩৬) নামের যুবককে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ধারালো অস্ত্রের আঘাতে তার বাম পা গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নগরীর জিরো পয়েন্টে সিকদার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থায় আশঙ্কাজনক। আহত রেজা শেখ লবণচরা কৃষ্ণনগর এলাকার সুলতান শেখের ছেলে। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান জানান, রাত ৮ টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা তার মাথা, হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। news24bd.tv/কেআই
পৌষের আগেই শীতে কাপছে দেশ
অনলাইন ডেস্ক
অগ্রাহায়ণের ২৮ তারিখ আজ। পৌষ আসতে এখনও দেরি, তার আগেই শীতে নাকাল দেশ। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) মধ্যরাত থেকে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময়ে দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ১৬ ডিসেম্বরের পর থেকে কুয়াশা কিছুটা কমতে...
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
অনলাইন ডেস্ক
সিলেটের বিভিন্ন অঞ্চলে আগামীকাল শনিবার সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামছ ই-আরেফিনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (আট ঘণ্টা) মহানগরের ৩৬ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, মিরাবাজার, বিশ্বরোড, যতরপুর, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট, সাদাটিকর। এছাড়া এমসি কলেজ উপ-কেন্দ্রের ১১ কেভি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর