আমি আমৃত্যু আপনাদের পাশে সেবক হয়ে থাকতে চাই: নাছিমা মুকাই আলী

আমি আমৃত্যু আপনাদের পাশে সেবক হয়ে থাকতে চাই: নাছিমা মুকাই আলী

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

‘আমি আপনাদের নাছিমা মুকাই আলী। ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আপনাদের শাসন নয়, সেবক হয়ে আমৃত্যু পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকতে চাই।

স্মার্ট ও উন্নত বিজয়নগর উপজেলা গড়তে আগামী ৫ জুন ঘোড়া মার্কায় দলমত নির্বিশেষে সবার ভোট চাই। আপনারা সবাই মিলে আমার মার্কা ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন। ’

সোমবার (৩ জুন) বিকালে উপজেলার হরষপুর এলাকায় এক পথসভায় চেয়ারম্যান প্রার্থী নাছিমা মুকাই আলী এসব কথা বলেন। এসময় তিনি ঘোড়া মার্কায় ভোট প্রার্থণা করেন।

 

প্রচারণার শেষ দিন সোমবার ঘোড়া মার্কার সমর্থনে এক বিশাল শোডাউন বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নানা বয়সী মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।  

এবারে নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মধ্যে মূলত লড়াই হবে ত্রিমুখী- এমনটাই ভোটের মাঠে গুঞ্জন শোনা যাচ্ছে। ত্রিমুখী লড়াইয়ে রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাছিমা মুকাই আলী (ঘোড়া), উপজেলা যুবদল নেতা মো. আল জাবের (আনারস), উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাজী রফিকুল ইসলাম (কাপ-পিরিচ)। তবে প্রচার প্রচারণায় তৃণমূলে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে ঘোড়া মার্কার প্রার্থী নাছিমা মুকাই আলী।  

উল্লেখ্য, ১০ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার, ৫৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৮৪৫, নারী ভোটার ১ লাখ ৬৯৩ জন। ৭৮ টি ভোট কেন্দ্রে আগামী ৫ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত বিরতিহীন ভাবে ব্যালটের মাধ্যমে ভোট উৎসব অনুষ্ঠিত হবে।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক