হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) নিজেদের হজ বুলেটিনে মাকসুদ আহমেদ নামের ৬১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা মাকসুদ রোববার (২ জুন) মদিনাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

মাকসুদের মৃত্যুর মধ্য দিয়ে হজ করতে গিয়ে মৃত ব্যক্তির সংখ্যা ১০-এ দাঁড়ালো।

এদের মধ্যে সাতজন মক্কায় ও তিনজন মদিনায় মৃত্যুবরণ করেছেন।

হজ ফ্লাইট শুরু হওয়ার পর থেকে মোট ৫৮ হাজার ১২১ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে ৩ হাজার ৭৪৭ জন সরকারি ভ্রমণ প্যাকেজের অধীনে এবং ৫৪ ঘাজার ৩৭৪ জন বেসরকারি হজ প্যাকাজের অধীনে সৌদি আরব গিয়েছেন।

সোমবার (৩ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত ১৪৯টি ফ্লাইটে করে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক