বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা

লোকসভা নির্বাচন

বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে হতাশা

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল গণনা চলছে। আজ মঙ্গলবার (৪ জুন) ভোর থেকে শুরু হয় ভোট গণনা।

ভারতের গণমাধ্যমগুলোর থেকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯০টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩০টি আসনে এগিয়ে।

অন্যরা এগিয়ে ২৩টি আসনে।

এদিকে ভারতে বুথফেরত জরিপের ফলাফলে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কংগ্রেসের ভালো ফলাফলে বিজেপি শিবিরের উচ্ছ্বাস খানিকটা বিবর্ণ রূপ ধরেছে। যদিও বিজেপি নেতারা বলছেন, সরকার গঠনে বেশ সুবিধাজনক অবস্থানেই রয়েছেন তারা।

ভোটের ফলাফলের প্রাথমিক ধারা অনুযায়ী বিজেপিবিরোধী শিবিরের সাফল্য বিজেপির অনেক কর্মীকেই বিস্মিত করেছে।

যা হোক, ফলাফল নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না বলে রাজনীতিবিদেরা বলছেন। দুপুরের পর এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে লোকসভা নির্বাচন এবার সাত ধাপে অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে বুথফেরত জরিপের ফলাফল এবং দেশটির অনেক গণমাধ্যমই জানিয়েছে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় আসতে চলেছে। যদিও কংগ্রেস থেকেও জয়ের দাবি করা হচ্ছে।

তৃতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমন ইঙ্গিত দেওয়া হয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই।

news24bd.tv/SC

এই রকম আরও টপিক