রাম মন্দিরের ভূমিতে পিছিয়ে বিজেপি

রাম মন্দিরের তীর্থভূমি অযোধ্যায় পিছিয়ে আছে বিজেপি।

রাম মন্দিরের ভূমিতে পিছিয়ে বিজেপি

অনলাইন ডেস্ক

ভারতের লোকসভা নির্বাচনে রাম মন্দিরের তীর্থভূমি উত্তর প্রদেশের ফাইজাবাদ জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি প্রতিপক্ষ সমাজবাদী পার্টির তুলনায় ১০ হাজার ভোটে পিছিয়ে আছে।

ফাইজাবাদের নাম পরিবর্তন করে ২০১৮ সালে অযোধ্যা করা হলেও লোকসভার আসনটি এখনও ফাইজাবাদ নামে পরিচিত।

ভোট গণনা শুরু হওয়ার পাঁচ ঘণ্টা পার হয়ে গেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপির প্রার্থী লাল্লু সিং সমাজবাদী পার্টির অযোধেশ প্রসাদের চেয়ে ১০ হাজার ভোটে পিছিয়ে আছেন।

বিজেপি ভেবেছিল রাম মন্দিরের উদ্বোধন তাকে নির্বাচনে জিততে সহায়তা করবে। কিন্তু উত্তর প্রদেশে ইন্ডিয়া ব্লক উল্লেখযোগ্য অর্জনের মুখ দেখেছে।

দুপুর ১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশে ৪৩টি আসনে এগিয়ে আছে ইন্ডিয়া ব্লক, যার মধ্যে ৩৪টিই রয়েছে কংগ্রেসের দখলে। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি উত্তর প্রদেশে ৬২টি আসন পেলেও এবার তারা মাত্র ৩৪টি আসনে এগিয়ে আছে।

news24bd.tv/ab