পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ত্যাগের মহিমায় সামিল হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ হিসেবে সংগঠনটি ১০৬টি খাসি ও ৩টি গরু কোরবানি দেয়। শনিবার (৭ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের দরিদ্র জনগোষ্ঠী, নিরাপত্তাকর্মী, আনসার সদস্য এবং অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে মাংস বিতরণের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়। আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের পেছনের একটি খোলা মাঠে একসঙ্গে কুরবানি দেওয়া হয় ১০৬টি খাসি ও ৩টি গরু। পরে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, নিরাপত্তা কর্মী, আনসার সদস্য এবং কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পাশাপাশি একটি খাসিকে চারভাগ করে আশপাশের দরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়। এ প্রসঙ্গে...
কুবিতে শতাধিক খাসি কোরবানি ছাত্রশিবিরের
অনলাইন ডেস্ক

ঈদুল আজহায় রাবিতে থাকছেন ১৮০ স্বপ্নবাজ
অনলাইন ডেস্ক

গ্রীষ্মকালীন ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ১৬ দিনের ছুটি হয়েছে। এতে পরিবারের সঙ্গে ঈদ ও লম্বা ছুটি কাটাতে গ্রামের বাড়ি পাড়ি জমিয়েছেন অধিকাংশ শিক্ষার্থী। তবে একদল স্বপ্নবাজ শিক্ষার্থী ঈদে থেকে যাবেন ক্যাম্পাসে। ঈদের পরে চাকরির পরীক্ষা ও সেমিস্টার ফাইনাল থাকায় বাড়িতে যাচ্ছেন না তারা। ফলে পরিবার ছাড়া ক্যাম্পাসে ঈদ উদযাপন করবেন। নিজেদের স্বপ্নপূরণে নাড়ির টান উপেক্ষা করে ঈদুল আজহায় বাড়ি ফিরছেন না বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের প্রায় ১৮০ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদেশি শিক্ষার্থীদের আবাসস্থল আন্তর্জাতিক ডরমিটরিসহ বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে মোট শিক্ষার্থী রয়েছেন প্রায় ১৮০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে, নবাব আব্দুল লতিফ হলে ১১ জন, শাহ মখদুম হলে ১২ জন, সৈয়দ আমীর আলী...
২০২৭ সাল থেকে মাধ্যমিকে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম
নিজস্ব প্রতিবেদক

২০২৭ সাল থেকে মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। প্রথম বছর ষষ্ঠ শ্রেণিতে তা চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বুধবার (৪ জুন) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের। শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা যদি নতুন স্বপ্ন দেখি, যদি নতুন পরিকল্পনা করি, সেখানে প্রযুক্তির বিষয় থাকবে, অন্তর্ভুক্তির বিষয় থাকবে। সেখানে দায়, দরদ, ইনসাফ যে শব্দগুলোই ব্যবহার করতে চান না কেন, ...নিশ্চয়ই বর্তমানের যে শিক্ষাক্রম তার থেকে মুক্তচিন্তা করতে হবে। সেটা যেন করা সম্ভব হয়, তার জন্য নিজেদের ও অংশীজনদের মধ্যে আলোচনা এবং জাতীয় ঐকমত্যের বোধ হয় একটা প্রয়োজন রয়েছে। ২০১২ সালের...
১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। বুধবার (৪ জুন) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিজস্ব ওয়েবসাইটে এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর ব্যবস্থাপনায় গত ১২ ও ১৩ জুলাই ২০২৪ তারিখে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত লিখিত পরীক্ষায় ৮৩,৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ৮১,২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০,৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর