বাংলাদেশি শ্রমিক পাঠাতে সময় বৃদ্ধির আবেদন নাকচ মালয়েশিয়ার

ছবি: ইন্টারনেট

বাংলাদেশি শ্রমিক পাঠাতে সময় বৃদ্ধির আবেদন নাকচ মালয়েশিয়ার

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের সময় বাড়ানোর আবেদন নাকচ করে দিয়েছে দেশটির সরকার।

বুধবার (৫ জুন) মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।  রাষ্ট্রদূত আরও বলেন, নির্দিষ্ট সময়ের বাইরে মালয়েশিয়ার ভিসা ইস্যু করার বিষয়ে বায়রার অভিযোগ ভিত্তিহীন।

তবে সময় বাড়ানোর জন্য আবারও আবেদন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এর আগে সোমবার এক বিবৃতিতে বাংলাদেশের ১৭ হাজার কর্মীর মালয়েশিয়ায় পাঠানোর অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করে দেশটি।

সিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করেছিল যে, তারা প্রায় ১৭ হাজার কর্মীকে কাজের ভিসায় সে দেশে প্রবেশের অনুমতি দিয়েছে। এসব শ্রমিক মালয়েশিয়ার নির্ধারিত সময়সীমা ৩১ মের মধ্যে সে দেশে যেতে পারেননি। ফলে তাদের কোটা বাতিল করা হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক